মধুকে আপনার খাদ্য তালিকায় শীর্ষস্থানে কেন রাখা উচিত?
আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় ১০০% মূখ্য ভূমিকা রাখবে এক গবেষণায় দেখা গেছে ১ টানা ২-৩ মাস মধু খেলে আপনার পরিবারের ঔষধ খাওয়ার প্রবনতা ৮০% কমে আসবে।
বাজারে যে সমস্ত ভেজালযুক্ত মধু পাওয়া যায়, তা আমাদের উপকারের চেয়ে অপকার বেশি করবে, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। অপরদিকে আমাদের নিজ্বস্ব খামারে সংগ্রহীত সুন্দরবনের মধু ল্যাবে পরিক্ষীত যার ফলে ভেজাল হওয়ার ০% সম্ভাবনাও নেই, যা “বিএসটিআই” সার্টিফিকেট প্রাপ্ত।