মধুতে রয়েছে অনেক রোগের প্রতিষেধক।" এ প্রসঙ্গে আল্লাহ তায়ালা বলেন "তাতে মানুষের জন্য রোগের প্রতিকার রয়েছে।
(সুরা আন-নাহল, আয়াত : ৬৯)
কালোজিরা সম্পর্কে প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন "রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন" কালোজিরা মৃত্যু ব্যতিত সকল রোগের ওষুধ।
বিজ্ঞানীরা গবেষণা করে পেয়েছেন মধুতে রয়েছে শক্তিশালী জীবানুনাশক যার নাম "ইনহিবিন"
ক্যান্সার প্রতিরোধ করে
গবেষণায় দেখা গিয়েছে নিয়মিত মধু ও কালোজিরা খেলে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগ থেকে রক্ষা পাওয়া যায় ইনশাআল্লাহ।
শারীরিক শক্তি বাড়ায়
মধুতে রয়েছে খনিজ ও ভিটামিনসহ ৪৫টি উচ্চমাত্রার পুষ্টিমান যা মানবদেহের জন্য খুবই প্রয়োজনীয়। ব্রিটেনের ওয়েলস বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, নারী-পুরুষ উভয়েরই যৌন উদ্দীপনা বৃদ্ধি করতে মধু বিশেষ ভাবে কার্যকর। ব্রিটিশ গবেষকদের দাবি, পুরুষের টেস্টোস্টেরন হরমনের বৃদ্ধিতে মধু খুবই কার্যকরী। কালোজিরায় রয়েছে আয়রন,ফসরাস ,ম্যাগনেশিয়াম,পটাশিয়াম যা অস্বাভাবিকভাবে শুক্রানু বৃদ্ধি করে।
পেটের সমস্যার সমাধান
নিয়মিত মধু এবং কালোজিরা খেলে পেটের যাবতীয় সমস্যা দূর হবে এবং পেট ঠান্ডা থাকবে ইনশাআল্লাহ
কেন আমাদের থেকেই মধু নিবেন?
আমাদের মধু নিজস্ব খামারে উৎপাদিত এবং ল্যাবে পরীক্ষিত এবং "বিএসটিআই" অনুমোদিত সুতরাং ভেজাল হওয়ার কোন সুযোগ নাই । ভেজাল প্রমান হলে আমাদের বিরুদ্ধে একশন নিতে পারবেন। আমরা "বিএসটিআই" নিবন্ধিত। এবং আমাদের কালোজিরা খুবই উন্নতমানের,আমরা ভালোভাবে ধুয়ে ক্যামিকেলমুক্ত করে ফয়েল প্যাকিং করেই সরবরাহ করি।
